শুক্রবার থেকে টানা পাঁচদিনের সরকারি ছুটি চলছে। নাড়ীর টানে অনেকেই চলে গেছেন গ্রামে। আর যারা রাজধানীতে থাকছেন তাদের ঈদকে রাঙাতে পাঁচ দিনের ছুটি মাথায় রেখে নানা আয়োজনের প্রস্তুতি নিয়েছে ঢাকার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের দিন থেকেই এসব বিনোদনকেন্দ্রে সব বয়সের মানুষের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিনোদনকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, দর্শনার্থীদের কথা চিন্তা করে নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। প্রতিদিনই চালু থাকবে বিনোদনকেন্দ্রগুলো। ‘নিরাপদ বিনোদন সেবা’ দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।
অন্যান্যবারের মতো এবারো শাহবাগের শিশুপার্ক ও জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা, চিড়িয়াখানার পাশাপাশি শ্যামলীর শিশু মেলায় (ডিএনসিসি ওয়ান্ডার ল্যান্ড পার্ক), গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে শিশু-কিশোরসহ সব বয়সি মানুষের ঢল নামবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এ ছাড়া রাজধানীর উন্মুক্ত উদ্যানগুলোসহ হাতিরঝিল, ধানমন্ডি লেক, সংসদ ভবন এলাকা ঈদের ছুটিতে আগ্রহের কেন্দ্রে পরিণত হতে পারে।
শনিবার থেকে শুরু হয়েছে শাহবাগ জিয়া শিশুপার্কে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। রাইডগুলো নতুন করে সাজানো হচ্ছে। দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার মো. নূরুজ্জামান জানান, ঈদের দিন সকাল ১০টা থেকে শিশুপার্ক খোলা থাকবে। টানা ৫ দিন এই সূচি চলবে।
সকাল ৮টা থেকেই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মিরপুরে জাতীয় চিড়িয়াখানার ফটক। নিয়মিত সূচিতে চলবে এর কার্যক্রম। ঈদের বাড়তি ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের ঈদ আনন্দ ঝামেলামুক্ত করতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ‘বিশেষ নিরাপত্তাব্যবস্থা’ নিয়েছে বলে জানান কিউরেটর নজরুল ইসলাম।
লালবাগ কেল্লার দায়িত্বে থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান হালিমা আফরোজ জানান, ঈদের দিন বন্ধ থাকবে কেল্লা। ঈদের পরদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকবে। কেল্লার ভেতরের জাদুঘরটিও খোলা থাকবে।
একইভাবে ঈদের পরদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘর ও সদরঘাটের আহসান মঞ্জিল জাদুঘর খোলা থাকবে।
শ্যামলী এলাকার শিশু মেলা খ্যাত ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’টিও ঈদের দিন থেকে টানা ৫ দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বলে জানা গেছে।
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের পার্কের কনকর্ড, ওয়াটার কিংডম কনকর্ড, হেরিটেজ পার্ক কনকর্ডের নিয়মিত রাইডের সবগুলোই খোলা থাকবে। পাশাপাশি ঈদের পুরো সপ্তাহে থাকছে ডিজে শো, বিভিন্ন গেম শো।
এমকে